৯/১১ ইসলামীক ইমারাত আফগানিস্তান হুকুমতের শপথ নেয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি আমেরিকার জন্য সবচেয়ে বেশী অপমানকর, যা বিশ্বে আমেরিকার সর্বশেষ সম্মান ধুলিসাৎ করে দেয়া।
আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এই তারিখটি পরিবর্তন করে অন্য তারিখে সরকার গঠনের শপথ অনুষ্ঠান করার জন্য অনুরোধ করে, কাতারের মাধ্যমে আমেরিকা এই অনুরোধ করেছে।
প্রসঙ্গত ২০০১ সালের ৯/১১ তারিখে আমেরিকা টুইন টাওয়ার ধ্বংস নাটকের মাধ্যমে ইসলামীক ইমারাত আফগানিস্তানে হামলা করে। অজুহাত ছিলো উসামা বিন লাদিন নাকি টুইন টাওয়ার ধ্বংস করেছেন। আমীরুল মুমিনীন মোল্লা উমরকে আমেরিকা বলে উসামাকে তাদের হাতে তুলে দিতে, সৌদিও একই দাবি করে। মোল্লা উমর প্রতিউত্তরে জানান উসামা আমাদের মেহমান আমরা মেহমানের অপমান করতে পারিনা। আমেরিকা তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের যোগসাজশে পাকিস্তানের আকাশ ব্যাবহার করে আফগানিস্তানে বর্বর হামলা করে।
২০ বছর যুদ্ধ করে আমেরিকা রণেভঙ্গ দিয়ে পালিয়ে যায় আফগানিস্তান থেকে। ১৫ আগস্ট ২০২১ তালিবানরা আবার ক্ষমতা নিয়ে নেয়। তালিবান হুকুমাত মন্ত্রী পরিষদ গঠন করে ৬ সেপ্টেম্বর এবং শপথ অনুষ্ঠান করার দিন নির্ধারণ করা হয় ৯/১১ তারিখ। এটি সেই দিন যেদিন আমেরিকা ঘোষণা দেয় আফগানিস্তানে হামলা করার।
তালিবানি হুকুমাতের শপথ অনুষ্ঠানে পাকিস্তান, ইরান, কাতার, তুরস্ক, চীন, রাশিয়াকে আমন্ত্রণ জানায় তালিবান।
আমেরিকা ছটফট করতে শুরু করে শপথ অনুষ্ঠানের দিন তারিখ নিয়ে। তারা সবধরনের চেষ্টা চালিয়েছে যেকোনভাবে তালিবান হুকুমাতের শপথ অনুষ্ঠানের দিন পরিবর্তন করার। কাতারের মধ্যস্থতায় আমেরিকা তালিবান হুকুমাতের কাছে অনুরোধ জানায়, তালিবান আমেরিকার অনুরোধ অগ্রাহ্য করে। আমেরিকা বারংবার চেষ্টা চালিয়ে যায়, তারা বলে এটি আমাদের অপমানের শেষ পর্যায়, যদি এই দিনে তালিবান হুকুমাত শপথ অনুষ্ঠান করে তবে আমরা পৃথিবীর কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমরা আমাদের উপর দয়া কর।
তালিবান হুকুমাতের কাছে আমেরিকা বারবার অনুরোধ করতে থাকলে তালিবান হুকুমাত কয়েকটি শর্ত দেয়, যদি আমেরিকা শর্ত মানে তবে তারিখ পরিবর্তন করা হবে।
তালিবান হুকুমাতের কয়েকজন মন্ত্রীর নাম আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে, এই সব নাম সেখান থেকে মুছে ফেলতে হবে। আমেরিকা শর্ত পূরণ করতে রাজী হয়েছে।
আমেরিকা বলেছে তারা আফগানিস্তানের ব্লক অর্থ ফেরত দেবে। তালিবান হুকুমাতকে স্বীকৃতি দেবে। বিশ্বের সব দেশকে বলবে স্বীকৃতি দেয়ার জন্য। আফগানিস্তানের উন্নয়নে কাজ করবে।
আমেরিকা শর্তে রাজী হওয়ায় তালিবান হুকুমাতের শপথ অনুষ্ঠান ছোট পরিসরে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।