⏲ সকাল ৭:৪৫ সোমবার
📆 ৮ বৈশাখ, ১৪৩২, ২২ শাওয়াল, ১৪৪৬ , ২১ এপ্রিল, ২০২৫

সোনাগাজীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

শহীদুল ইসলাম মামুন, ফেনী:

ফেনীর সোনাগাজীতে স্ত্রী সহ ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছে ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন নামে স্টেশন মাস্টার। তিনি ফেনী রেলস্টেশনের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে  মডেল থানায় মামলা দায়ের করেছেন স্টেশন মাস্টার। মামলা দায়েরের পর  পুলিশ রাতেই পুলিশ অভিযান চালিয়ে  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশিক (৩০), জসিম উদ্দিন (২৮) ও মো: রনি (৩২)।এসময় জসিমের বাড়ী থেকে ১টি  পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

মামলার এজহার ও স্থানীয় সুত্রে জানা গেছে,স্টেশন মাষ্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে গত ২১ জানুয়ারি মুহুরী প্রজেক্টে এলাকায় ঘুরতে যান। তারা নতুন ব্রিজের পূর্ব পাশে অবস্থানের সময় স্থানীয় আশিক মিয়াজি,জলহস্তি শাহিন,সুমন ও মাইন উদ্দিন গংদের কবলে পড়েন। এ সময় তারা স্টেশন মাষ্টার ও তার স্ত্রীকে জিম্মি করে সাথে থাকা মোবাইল, স্বর্ণের চেইন,নগদ টাকা ও মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা  তাদেরকে স্থানীয় সোনাপুর বাজারে নিয়ে গিয়ে এটিএম কার্ড দিয়ে বুথ হতে টাকা তুলে নেওয়ার চেষ্টা কালে লোকজন জড়ো হলে তারা কৌশলে পালিয়ে যায়। পরদিন আসামী আশিক বাদীকে মোবাইল ফোনে কল দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর সোনাগাজী উপজেলার একমাত্র পর্যটন এলাকা মুহুরী প্রচেক্টে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ব বাড়তে থাকে।তাদের উৎপাতে  ইতিমধ্যে পর্যটকদের আগমন কমে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। তারা দ্রুত সন্ত্রাসী ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি  দাবী জানান।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে  জানান, পর্যটন এলাকা ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা রোধে পুলিশ সক্রিয় রয়েছে।ইতিমধ্যে পুলিশের অভিযানে অপরাধীরা গা ঢাকা দিয়েছে।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ৭:৪৫ - (গ্রীষ্মকাল)
◘ ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ২২ শাওয়াল, ১৪৪৬ - হিজরী