⏲ ভোর ৫:৫৩ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নে শিশু ধর্ষণের (১৪) অভিযোগে ধর্ষক শিপন মিয়া ও তার সহযোগি মহসিন মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।

শনিবার (২১) ডিসেম্বর সকালে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শিপন মিয়া ও তার সহযোগি মহসিন মিয়াকে গ্রেফতার করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলাধীন ৫নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বাড়িতে একই গ্রামের বাসিন্দা ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) একই গ্রামের ১৪ বছরের শিশুকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ঘটনায় সহযোগিতা করেন একই গ্রামের বাসিন্দা কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)।

ধর্ষণের ঘটনা শিশুর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শিশুর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে ধর্ষক শিপন মিয়া ও তার সহযোগি মহসিন মিয়াকে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -ভোর ৫:৫৩ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী