⏲ সকাল ৬:০৬ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:

সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২য় স্থান অর্জন করে রোপ্য পদক ও নগদ অর্থ পেয়েছে হবিগঞ্জের তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মেধাবী ছাত্র মোহাম্মদ হাসান।

উল্লেখ্য, ২০২১ সালে ওই প্রতিষ্ঠানের ছাত্র মোঃ শিহাব জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে হবিগঞ্জের সুনাম ভয়ে এনেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে।

তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল মায়া কমপ্লেক্সের ২য় তলায় ভিইপি শাখায় দিন দিন সুনাম বয়ে আনছে। জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল ক্বারী হাফেজ মাহমুদ আল হাসানা জানান, আমার প্রিয় ছাত্র মোহাম্মদ হাসান এর এমন সাফল্যে আমি আন্দোলিত। আল্লাহ তা’য়ালা তাকে দ্বীনের জন্য কবুল করুন। সে ভাল একজন হাফেজ হওয়ার পাশাপাশি বড় একজন আলেম হোক। তার জন্য দু’আ রইল।

তিনি আরও বলেন, তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ইতিমধ্যে আরও তিনটি শাখা রয়েছে, যা শ্যামলী শাখা, নাতিরাবাদ শাখা ও ভিআইপি শাখা। ছাত্রদেরকে যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে আমি সহ মাদরাসার শিক্ষকবৃন্দ মেহনত করে যাচ্ছেন। যার জলন্ত প্রমাণ আমাদের মোহাম্মদ হাসান।

মুআমু/

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ৬:০৬ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী