⏲ ভোর ৫:৩১ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি: “অশ্লীলতা নিপাত যাক, সমাজটা শুদ্ধ থাক” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটির উদ্যোগে জেলা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ডিসেম্বর) বাদ মাগরিব মৌলভীবাজার শহরের অভিজাত রেস্টুরেন্ট মামার বাড়ির হল রুমে জেলা দায়িত্বশীল অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি শামসুল ইসলাম, জামেয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান ক্বাসেমী, জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মুহাম্মদ আব্দুল হক প্রমূখ।

এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী কেন্দ্রীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং আব্দুল মুকিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

৯০জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা নিম্নরূপ- সহসভাপতি- হাফেজ মাওলানা জাকির হোসেন (রাজনগর), মাওলানা শাকের আহমদ রাফি (কমলগঞ্জ), মাওলানা ইয়াহইয়া আহমদ (কুলাউড়া), মাওলানা শিহাব উদ্দিন শিবলী (বড়লেখা), মাওলানা রুমেন আহমদ চৌধুরী (শ্রীমঙ্গল), মাওলানা ফজলে রাব্বী ফজলু (মৌলভীবাজার সদর), সহসাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ জসিম (মৌলভীবাজার), মাওলানা ইয়াহইয়া (শ্রীমঙ্গল), শামীম আহমদ (রাজনগর), সাইফুল ইসলাম শাহান (কমলগঞ্জ), জাহেদ হাসান (কুলাউড়া), আব্দুল ওয়াহীদ সিদ্দীকী (বড়লেখা), অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ তরফদার (রাজনগর), সহঅর্থ সম্পাদক দেলোওয়ার হোসেন, সায়েম (মৌলভীবাজার সদর), মাওলানা মুস্তাকিম আহমদ (মৌলভীবাজার সদর), হাফেজ মারুফ আহমদ (মৌলভীবাজার সদর), মাওলানা কামাল আহমদ (মৌলভীবাজার সদর) সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান রাহাত (শ্রীমঙ্গল), সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান (মৌলভীবাজার সদর), মুফতি মুহিউদ্দিন (শ্রীমঙ্গল), নাজির আহমদ (রাজনগর), আরিফ খান (কমলগঞ্জ), মুজাহিদ হাসান (কুলাউড়া), কিবরিয়া আল মাহমুদ (বড়লেখা), জাকারিয়া মাসুদ (জুড়ি), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আলীম উদ্দিন (মৌলভীবাজার সদর), সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ মুজাম্মিল (রাজনগর), হাফেজ মুদ্দাচ্ছির আহমদ (কমলগঞ্জ), কয়েছ আহমদ (বড়লেখা), এমদাদুল ইসলাম (মৌলভীবাজার সদর), হাফেজ মাসুদ আহমদ মিজি (কমলগঞ্জ), হাফেজ মঈনুল ইসলাম (শ্রীমঙ্গল), দেলোয়ার হোসেন (বড়লেখা), হাফেজ মাসুম আহমদ (সদর), মিডিয়া বিষয়ক সম্পাদক- সাংবাদিক হুসাইন আহমদ (কুলাউড়া, সাংবাদিক আকরাম হোসাইন (বড়লেখা),  সাংবাদিক আলামিন আহমদ (শ্রীমঙ্গল), সাংবাদিক সোহেল আহমদ (রাজনগর), পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল আলীম (মৌলভীবাজার সদর), ডা. মিজানুর রহমান (মৌলভীবাজার সদর), মাওলানা কামিল মাহদী (মৌলভীবাজার সদর), মহসিন আহমদ (সদর), সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম ফুয়াজ (শ্রীমঙ্গল), আইন বিষয়ক সম্পাদক- শাহ মুহাম্মদ আলী জামী (মৌলভীবাজার সদর), দপ্তর সম্পাদক  মুজিবুর রহমান মুজিব (মৌলভীবাজার সদর), মাওলানা শেখ মারজান আহমদ (মৌলভীবাজার সদর), ওয়াহিদুর রহমান চুনু (মৌলভীবাজার সদর), জাহান আহমদ (মৌলভীবাজার সদর), শাকিল আহমদ (কমলগঞ্জ),হাফেজ শামসুল হক (সদর), মুফতি আমিনুল্লাহ, শেখ ফজলুর রহমান হেলাল (মৌলভীবাজার সদর), সাহেল আহমদ (কমলগঞ্জ), হাফেজ মিছবাহুজ্জামান (সদর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান (সৌদি আরব প্রবাসী), শেখ রিপন (কুয়েত প্রবাসী), সাজন আহমদ (কুয়েত প্রবাসী)।

নির্বাহী সদস্য শামীম আহমদ (সদর), হাসানুজ্জামান হাসান (রাজনগর), মোঃ জালাল উদ্দীন (সদর), মোঃ আব্দুর রাশিদ (সদর), আব্দুল মজিদ (সদর), মাসুম আহমদ (সদর), মুহাম্মদ বিন বাশার (সদর), মোঃ আছাদুর রহমান (সদর), শেখ সাজ্জাদুর রহমান (সদর), মোঃ কাশেম (সদর), শিমুল আহমদ (সদর), মোঃ রুহুল আমীন, মোঃ আবুল কাশেম, আবু ইউসুফ মইম, শেখ তাজুল, আহসান মিয়া, এমদাদুল মিয়া, তোফায়েল আহমেদ, আজমত আলী, মোঃ সাফওয়ান, মোঃ ইসমাইল হোসেন, আহমদ আলী, হাফেজ আব্দুন নূর, নুরুল ইসলাম, মুহি উদ্দিন, আব্দুল কাদির, হানজালা, তানভীর, রিপন, মোঃ সাজিদ মিয়া, আরিফ খান, মাসুম বিল্লাহ, মিফতাউর রহমান, ফয়েজ উদ্দীন, শিবলু আহমদ, ইমাদ উদ্দীন।

সভায় বক্তারা, অশ্লীলতার বিরুদ্ধে কুরআন হাদিসের আলোকে জনসচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি অশ্লীলতার সয়লাভ বন্ধ করণে প্রশাসন এবং সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে অশ্লীলতা দমন কমিটির বিভিন্ন উপজেলা দায়িত্বশীল, আলেমসমাজ, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/মুআমু

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -ভোর ৫:৩১ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী