⏲ ভোর ৫:৫৪ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের উমেদনগরে অবস্থিত জেলার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরাবিয়ার বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার  (৬ ডিসেম্বর)  সকাল ১০ টা থেকে শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। 

সিলেট বিভাগের বরেণ্য আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.-এর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জে প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে৷

সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ওলামা মাশায়েখ ও ইসলামি স্কলারগণ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সম্মেলন পরিচালনা কর্তৃপক্ষের মিডিয়া বিভাগ।

এছাড়াও শুক্রবার হবিগঞ্জে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের বয়ান ও ইমামতি করবেন আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আযহার মাদানী ভারত।

উক্ত আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে দেশের ধর্মপ্রাণ মুসলামনদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হক।

#মুআমু/মুহুর্ত২৪.কম

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -ভোর ৫:৫৪ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী