⏲ সকাল ৬:০৬ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাটি ও মানুষের আস্তার প্রতীক, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, হেফাজতে ইসলাম ইউ.কে’র প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সভাপতি, কারানির্যাতিত মজলুম আলেম মাওলানা শেখ নুরে আলম হামিদীর ইংল্যান্ড থেকে স্বদেশ গমন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।।

মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ মহাসড়কের চা কন্যায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাওলানা শেখ নুরে আলম হামিদীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানান শ্রেণী পেশার মানুষ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশাল গাড়ি বহর নিয়ে শ্রীমঙ্গল শহর অভিমুখে যাত্রা করেন আয়োজকরা। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্ট এসেছে পথ সভা অনুষ্ঠিত হয়।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সহসভাপতি খালেদ বিন শাওকি, মুসলিম কমিউনিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়াত আলী, মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মুস্তাক আহমদ প্রমূখ।

পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, আপনারা আমাকে আজ যে সম্মান দেখিয়েছেন, তা ভুলার নয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের শ্রম ও সময়ের প্রতিদান আল্লাহ তা’য়ালা দান করুন।

তিনি আরও বলেন, বিগত ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকার হাসিনার গুণ্ডাবাহিনী কর্তৃক আমাকে ঢাকার কাঠাবন মসজিদ সংলগ্ন থেকে পাকিস্তানি ট্যাগ লাগিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। অতঃপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়। এখনও সেই মামলার হাজিরা দিতে হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার শুধু আমাকেই নয়, দেশের অসংখ্য আলেমসমাজকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছে। যা দেশের জনগণ দেখেন। আমি এই ফ্যাসিস্ট হাসির শাস্তি দাবি করছি। অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে আমি আরেকটা কথা স্পষ্টভাষায় বলে দিতে চাই, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একে অপরকে ভাই। কেউ যেন সম্প্রীতির বন্ধ ভাঙতে না পারে, সেদিকে চোখ কান খোলা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী শোডাউনে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, হেফাজতে ইসলাম,জিন্দাবাদ, নুরে আলম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গাজী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হামিদী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শ্রীমঙ্গল বাসীর পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা, কমলগঞ্জ বাসীর পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা” ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীমঙ্গল শহর।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ৬:০৬ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী