⏲ ভোর ৫:১৬ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিয়ে মানবজীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। সেই অংশের পূর্ণতা নিয়ে কতজনের কত সখ আহাল্লাদ থাক, তার কোন হিসেবে নেই। তেমনি একজন স্বপ্নবাজ তরুণ আলেম, লেখক, সংগঠক ও সাংবাদিক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। যিনি বিগত ২৬ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জুলাই বিপ্লবে দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় বিয়ের তিন মাস পর বিয়ে স্মারক প্রকাশিত করেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আসর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাজদিহি (গুচ্ছগ্রাম) লেকে বিবাহ পূর্ববর্তী স্মৃতি স্মারক মোলাকাত এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

মাসিক নবধ্বনির সহসম্পাদক ও ইমাদদুদীন অ্যাকাডেমি মৌলভীবাজারের পরিচালক মাওলানা হামমাদ রাগিব ও সৃজনঘরের সাংগঠনিক সম্পাদক, তরুণ ছড়াকার মাওলানা হাম্মাদ তাহমীমের সম্পাদনায় এ স্মারকটি প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নুরানি গ্রাফিক্সের সিও, সৃজনঘরের সাংগঠনিক সম্পাদক, তরুণ ছড়াকার মাওলানা হাম্মাদ তাহমীম, তরুণ অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিন্তক মাওলানা আল আমীন তালুকদার, দারুন নাজাত কওমী মাদরাসা, শ্রীমঙ্গলের শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, সাহিত্য সাময়িকী ছন্দপাতার সম্পাদক মাওলানা হাসান মাহমুদ, সহকারী সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, আল-খলীল ইসলামীক স্কুলের প্রধান শিক্ষক মাওলানা সৈয়দ রেজয়ান, তরুণ আলেম ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রাশেদ আহমদ তানিম, কাতার প্রবাসী ইকবাল হুসাইন, মাওলানা ফজলে রাব্বি, মাওলানা খলিলুর রহমান, মাওলানা শেখ ফরিদ প্রমূখ।

দেশের খ্যাতিমান লেখক, গবেষক, বিদগ্ধ আলেম, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অনলাইন অ্যাক্টিভিস্টদের লেখায় স্মারকটি সমৃদ্ধ হয়েছে।

স্মারকটির বর্ণবিন্যাসে রয়েছে আইটি কম্পিউটার গ্যালারি শ্রীমঙ্গল এবং প্রচ্ছদ ও অলংকরণে রয়েছেন মৌলভীবাজারের জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার মো. ফজলুল হক।

ফ্রেন্ডস জোনের প্রকাশনায় ও মাওলানা আব্দুল মুমিন খানের বিশেষ সহযোগিতায় স্মারকটি প্রকাশিত হয়েছে। ৪০ পৃষ্ঠার বর্ধিত কলবরে প্রকাশিত হওয়া স্মারকটির বিনিময় রাখা হয়েছে নেক দু’আ।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -ভোর ৫:১৬ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী