⏲ ভোর ৫:৫৬ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে দু’দিন ব্যাপী তথ্য মেলায় “ সরকারী বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন ৮২৬, মাঠেই তথ্য পেলেন ৪৮১ জন” বাকী তথ্যগুলো পর্যাক্রমে খুব অল্প সময়ের মধ্যে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সুত্রে জানানো হয়েছে।

তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল, টিআইবি এর আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব বলেন, তথ্য মেলার মাধ্যমে একটা বিষয় পরিঙ্কারভাবে উপলব্ধি হয় যে, তথ্য নিয়ে মানুষের যথেষ্ঠ আগ্রহ রয়েছে কিন্তু সাধারণ মানুষ এই প্রক্রিয়া সর্ম্পকে অবগত নয়। এক্ষেত্রে টিআইবি ও সনাক তথ্য অধিকার আইন ২০০৯ কে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। তথ্য মেলা ২০২৪ এ শ্রীমঙ্গল উপজেলার প্রায় সকল সরকারি দপ্তর অংশগ্রহণ করেছেন। মেলায় আগত দর্শনার্থীরা সরকারি বিভিন্ন দপ্তরে উৎসাহ নিয়ে তথ্য চেয়ে আবেদন করেছেন। উপজেলা প্রশাসনের কাছেও অনেক আবেদন এসেছে আমি ইতিমধ্যে বেশিরভাগ তথ্য সরবরাহ করেছি। তথ্য চাওয়া এবং তথ্য প্রদানে সংস্কৃতিটাকে ধরে রাখতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমার বিশ^াস।  

মেলায় শ্রীমঙ্গল ইয়েস গ্রæপের পক্ষ থেকে র‌্যালী, আগত দর্শনার্থীবৃন্দকে তথ্য আবেদন ফরম পূরণে সহায়তা, তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়। তথ্য মেলায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, সাক্ষর সংগ্রহ অভিযান, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগত দর্শনার্থী ও ইয়েস সদস্য মিলে সরকারি অফিস সমূহে মোট ৮২৬টি তথ্য চেয়ে আবেদন করেন এবং মেলার মাঠেই ৪৮১টি আবেদন এর তথ্য সংগ্রহ করেন।

তথ্য মেলা ২০২৪ এর প্রথম দিনের অন্যতম ইভেন্ট ছিল স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে গন শুনানী। গন শুনানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী মেলায় উপস্থিত দর্শনার্থীদের কাছে স্বাস্থ্য সেবার মান ও সমস্যাদি নিয়ে প্রশ্ন আহবান করেন এবং উত্থাপিত সকল প্রশ্নের সন্তোষজনক জবাব দেন এবং পরবর্তীতে সকলের সহযোগিতা কামনা করেন।   

মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনা ভূমি মো: সালাউদ্দিন বিশ^াস, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সভাপতি অ্যাড. সৈয়দা শারমিন আক্তার, সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য, সহ সভাপতি আ্যাড. আলাউদ্দিন আহমেদ, গীতা গোস্বামী ও  মেলার আহবায় সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমঙ্গল সনাক সদস্য কাজী আছমা ও টিআইবি এরিয়া কোÑঅডিনেটর মো: আবু বক্কর। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিয়োগীতায় বিজয়ীদোর ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩৪ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে।  

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -ভোর ৫:৫৬ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী