শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর আওতাধীন শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮০ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়ীতে বিদুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় সারাদেশের মতো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর আওতাধীন শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ভীড় জমান সাধারণ জনতা। এ সময় সবধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির সামনে শতাধিক সেনাবাহিনী মোতায়েন করা হয়।
অতঃপর সন্ধ্যায় মেজর মেহেদি এর তত্ত্বাবধানে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করে বিদ্যুৎ সংযোগ চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। এবং তাৎক্ষণিকভাবে ১৮০ মিনিট পর শ্রীমঙ্গলে বিদ্যুৎ সংযোগ চালু হলে স্বস্তির নিঃশ্বাস আসে জনমনে।
প্রসঙ্গত, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীদের ২ দফা দাবি না মানায় এবং অন্যায় ভাবে ২০ জন কর্মকর্তা কর্মচারীকে কোন কারণ ছাড়াই স্থায়ীভাবে চাকুরী থেকে বাদ দেওয়া এবং পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচজন জেনারেল ম্যানেজারকে চাকরিচ্যুত এবং সমিতির ১৫ জন কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা করা হয়।