ইসির সার্ভারের এক্সেস তুলে দেয়া হয়েছে ভারতীয় একটি প্রতিষ্ঠানকে। ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভান্ডার সার্ভার এক্সেস নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আর বিআরটিএর লাইসেন্স প্রিন্ট করার কাজ দিয়ে দাওয়া হয় ভারতীয় প্রতিষ্ঠান ’মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডকে’।
এজন্য এ প্রতিষ্ঠানেও ইসির সার্ভারের প্রবেশের এক্সেস দিয়ে রাখে বিআরটিএ। এতে বাংলাদেশের ১১ কোটি মানুষের সব তথ্য চলে যায় ভারতীয় ওই প্রতিষ্ঠানের কাছে। আর এই কাজটি পেতে সহায়তা করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএস।