⏲ সকাল ৮:২৪ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

আলখলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষক সমাবেশ অনুষ্ঠিত

মুস্তাকিম আল মুনতাজ, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণাস্থিত আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় পরীক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বরুণা মাদরাসার ফেদায়ে ইসলাম রহ. ভবনের কনফারেন্স রুমে বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় ও বরুণার মাদরাসার সদররুল মুদাররিসিন ও বোর্ডের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- বোর্ডের সহ-সভাপতি মুফতি জহিরুদ্দীন কাসেমী, মাওলানা সাইফুর রহমান মাক্কী, বোর্ডের সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মাওলানা আব্দুল গফুর কবীর।

বক্তারা বলেন, ‘আপনারা আলখলীল বোর্ডের জিম্মাদার। পরীক্ষার মতো গুরুতর দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষ আপনাদের ওপর অর্পিত করেছে। সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা উপহার দিবেন—বিশ্বাস রাখি।’

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সনদ জামাতের সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা সাদেক উল্লাহ প্রমূখ।

উক্ত সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষকবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -সকাল ৮:২৪ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী