মুস্তাকিম আল মুনতাজ, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে কলম বিরতি পালন করছেন শ্রীমঙ্গল উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা।
মঙ্গবার (১৯ মার্চ) সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় কর্মসূচির দ্বিতীয় দিনেও কলম বিরতি পালন করেন তারা।
দুই দিনব্যাপী কলম বিরতির কারণে জমি রেজিস্ট্রি না হওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন ভুক্তভোগী জমির দাতা-গ্রহীতারা। পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রীমঙ্গল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ছায়েদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে দুই দিনব্যাপী কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলায় নিয়োগপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর প্রতি দলিলের মূল্যের উপর ১% থেকে ৫% পর্যন্ত কমিশন না দিলে কোনো দলিল করতে চান না। তাছাড়া প্রতিটি দানপত্র দলিল, এওয়াজ দলিল, ওছিয়তনামা দলিল, বায়না দলিল, নাদাবি দলিল, বাটোয়ারা দলিল, হেবা দলিল থেকে ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ নিয়ে থাকেন।
কথা অনুযায়ী তাকে টাকা না দিলে বিভিন্ন আইনী ফাঁক-ফোকর আর অজুহাত দেখিয়ে দলিল করতে চান না। দলিল লেখকদের কেউ শংকর কুমার ধরের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্যসহ অসদাচরণ করে থাকেন বলেও উপজেলা দলিল লেখক সমিতির অভিযোগ ওঠেছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান উক্ত সাব রেজিস্ট্রার একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, তিনি আইন ভালো জানেন। তিনি আইন অনুযায়ী কর্ম সম্পাদন করছেন। মূলতঃ উনার পূর্ববর্তী সাব রেজিস্ট্রার দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে একটি অরাজকতা সৃষ্টি করে রেখে গেছেন, যার জন্য এখন আইনের শাসন ছাড়া সমস্যা সমাধান অসম্ভব।