মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে খেলাফত মজলিসের শহর শাখার উদ্যোগে রবিবার (১৭ মার্চ) স্থানীয় জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব ডা. এ. এ তাওসিফ ।
উক্ত মাহফিলে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এম . শামছুজ্জামান চৌধুরী, সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ নূরী চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাঃ মাওলানা শামছুল ইসলাম তরফদার, লন্ডন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা শেখ রুম্মান আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাস। আত্মশুদ্ধি ও শেষ রাতে আল্লাহর দরবারে কান্নার মাধ্যমে আমরা আমাদের গুনা মাফের জন্য মহান রবের নিকট বেশি বেশি দোয়া করবো।
বক্তারা আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের
যেভাবে ঊর্ধগতি হয়েছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে৷ এহেন পরিস্থিতিতে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি রাষ্ট্র পরিচালনাকারীগণ ব্যর্থ হচ্ছেন। এসব ব্যর্থ দায়িত্বশীলদের আমরা চাই না। পাশাপাশি রমজানের মধ্যে কারাবন্দী আলেমদের মুক্তির দিতে হবে।
এছাড়াও খেলাফত মজলিসের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মুআমু/