সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুক্রবার (১৫ মার্চ) প্যানোরোমা রুফটফ এন্ড পার্টি সেন্টারে ‘মুমিনের ক্যারিয়ার গঠনে প্রচলিত চ্যালেঞ্জ : উত্তোলনের উপায়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি শেখ হোসাইন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
সেমিনারের শিরোনামের আলোকে প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং প্রবন্ধে উপর আলোচনা করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আবু সালমান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
উক্ত সেমিনারও ইফতার মাহফিলে সিলেটের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ, শাবিপ্রবির বর্তমান ও প্রাক্তন দায়িত্বশীলবৃন্দ এবং বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।