নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এবং বার্ষিক আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
সভায় সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ- এর প্রতিবেদনের ওপর বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা। প্রায় ৩ ঘন্টাব্যাপী সভায় বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ কার্যকরী কমিটি এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সকল সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।