⏲ রাত ১১:৪০ শুক্রবার
📆 ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬ , ১৮ এপ্রিল, ২০২৫

জেরুজালেমে বৃটিশ দূতাবাস সরানো যাবেনা-কুয়েত

তেল-আবীবে অবস্থিত বৃটিশ দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের চেষ্টা করছে খুদ বৃটেন। কুয়েত এ বিষয়ে বাঁধা দিয়ে বলেছে যদি বৃটিশ এমনটা করে তবে তার খেসারত দিতে হবে বৃটেনকে।

উসামা আল শাহীন বলেন কুয়েতের সাথে বৃটেনের যে উন্মুক্ত বাণিজ্য চুক্তি আছে তা থেকে কুয়েত বেরিয়ে যাবে।

মধ্যপ্রাচ্যে সকল বাণিজ্য চুক্তি থেকে সরে যেতে পারে কুয়েত, এছাড়া তেল-আবীব থেকে জেরুজালেমে বৃটিশ দূতাবাস স্থানান্তর করলে তার সাথে যারা জড়িত থাকবে তাদের বিষয়ে ভাববে কুয়েত।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ১১:৪০ - (গ্রীষ্মকাল)
◘ ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৯ শাওয়াল, ১৪৪৬ - হিজরী