⏲ সকাল ৯:৪৮ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক: আজ ইসরাইলের বর্বর হামলার শিকার আল-জাজিরার সাংবাদিক। ইসরাইলে সংবাদ সংগ্রহ করার সময় শিরিন আবু আকলিহকে (৫১) হত্যা করে ইসরাইলি সৈন্যরা।

ফিলিস্তিনের সাস্থ্য মন্ত্রণালয় তাঁকে মৃত ঘোষণা করার পূর্বে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

এই বর্বরোচিত ঘটনার জন্য কাতারের আমির তামীম বিন হামাদ আল-ছানীর বোন আল-মাইশা বিনতে হামাদ আল-ছানী ক্ষোভ প্রকাশ করে বলেন শিরিন আবু আকলিহ একজন আরবী নারী তিনি জেনিন শরণার্থী শিবিরে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। ইসরাইলিরা তাঁকে মুখে গুলি করে হত্যা করেছে।

মাইশা আরো বলেন আমি বিশ্ব-সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই ঘটনার জন্য ইসরাইলকে জবাবদিহি করার জন্য।

এইরকম ঘটনা নতুন নয় কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের পূর্বপুরুষদের জমি নিজেদের বলে দখল করছে আর নিরপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে অবলীলায় ।

শিরিন আবু আকলিহ যিনি সত্যকে প্রকাশ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ৯:৪৮ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী