কাতারে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে।
আওকাফ বা ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, আগামীকাল শনিবার, ২ এপ্রিল, ২০২২ পবিত্র রমজান মাসের প্রথম দিন। উদযাপিত হবে সাউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, সালতানাতে উমান, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সব দেশে।
কাতার আল-ওয়াকরার সউক্ব-আল ওয়াকরায় পবিত্র রমজানকে স্বাগতম জানিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে। কাতার প্রবাসী মোঃ সাকিব খাঁন এই এই প্রতিবেদকের সাথে রমজান নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, দেশে রমজান উদযাপন কত আনন্দের হয়। এখানে পরিবারের কেউ নেই। বিষয়টি দুঃখজনক, পরিবারের ভালোর জন্য বিদেশে আছি।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪