প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
ইমারাতে ইসলামী আফগানিস্তানের তত্বাবধায়ক হুকুমতের ভারপ্রাপ্ত মন্ত্রীদের নাম ও ছবি
আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। এতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে সরকার গঠন করা হয়েছে। পুরো মন্ত্রীপরিষদের তালিকা খবরের শেষে সংযুক্ত করা হলো।
নিচে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম ও ছবি উল্লেখ করা হলো।
প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার।
উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুস সালাম হানাফিসেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকিগোয়েন্দা প্রধান আব্দুল হক ওছিকশিক্ষামন্ত্রী শেখ আব্দুল বাকি হক্কানিবাণিজ্যমন্ত্রী কারি দ্বীন মোহাম্মদ হানিফচিফ অব স্টাফ কারি ফসিহ উদ্দীনপানি ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনছুরতথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়রখাহদাওয়াত মন্ত্রী শেখ খালেদ হানাফি
সীমান্ত মন্ত্রী মোল্লা নুরুল্লাহ নুরী
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]