আফগানিস্তানে তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে, মোল্লা মোহাম্মদ ইয়াকুবের ছবি প্রথমবারের মতো প্রকাশিত হলো সামাজিক মাধ্যমে। এর আগ পর্যন্ত তাঁর কোনো ছবি কোথাও প্রকাশিত হয়নি।
তিনি বর্তমান অস্থায়ী আফগান সরকারের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তালেবান সদস্যদের কাছে প্রচন্ড সম্মান ও শ্রদ্ধার পাত্র মোল্লা ইয়াকুব ।
মোল্লা ইয়াকুব বিন মোল্লা ওমর (রহ.)
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪