ইসলামিক ইমারাত আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে পেরেছেন যে, তুর্কমেনিস্তান আফগানিস্তানের নতুন সরকারের সাথে যোগাযোগ স্থাপন করতে চায়। তাঁরা আফগানিস্তানের উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সহায়তা ও আফগানদের কল্যাণে ইতিবাচক অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪