
মুহুর্ত ডেস্ক: সিলেটে ৬০ ঘণ্টা বা ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
তবে এ বিষয়ে জালালাবাদ গ্যাসের হেড অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানান, এটি ভুল তথ্য। তাঁরা নিশ্চিত করেছেন যে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মূলত শেভরনের নবিগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের আপগ্রেডেশন কাজ চলবে, যা কেবল সংশ্লিষ্ট কারিগরি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। ভোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহে এর কোনো প্রভাব পড়বে না।
সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে।