
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ভেজাল মসলার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার সাগরদিঘী সড়কের ভাই ভাই মসলা মিল-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মসলার মিলে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেজাল মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের অপরাধে ভাই ভাই মসলা মিলের মালিক খসরু আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।