
শেখ সরোয়ার জাহান, প্যারিস থেকে
সিলেট বিভাগের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) ফ্রান্সের কেথসিমা বটতলা রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খসরু উজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনেে সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা আবুল কাশেম, ওয়াহিদ ভার তাহের, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা মুতাব্বির হোসেন, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মোতাল্লেব খান, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ইসকন্দর মিয়া, সংগঠনের সহ-সভাপতি জাবেদ হোসেন, খলিলুর রহমান, লুলু আহমেদ, মাসুদ হায়দার, সাদ মুহাম্মদ, সহিদ মিয়া, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হোক কয়েস, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, নাসির হোসেন, কাইয়ুম রহমান,যুগ্ম সম্পাদক হোসেন আহমেদ, আজাদ উদ্দিন, অর্থ সম্পাদক হোসেন আহমেদ,সহ অর্থ সম্পাদক: আব্দুল কুদ্দুস, সোয়াইবুর রহমান, সদস্য রিয়াদ কামাল সিকদার, তাজ উদদীন, জামাল হোসেন, সালাহ উদ্দিন, রাজু আহমেদ, শাজু আহমেদ, জিয়াউর রহমান, এমদাদ হোসেন, দেলওয়ার হোসেন, রমজান, রিপন মাহমুদ, জিলানী, আব্দুল কাদির, কায়েস আহমেদ, আকমাল হোসেন, আবু তাহের রাজু, সোহেল আহমদ প্রমুখ।
বক্ততারা জানান, এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে দুঃস্থ ও অসহায়দের সহায়তা, শিক্ষা উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বৈধ অভিবাসন সচেতনতা বৃদ্ধি করা।
সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের নেতৃবৃন্দ সবার সহযোগিতা কামনা করেন, যাতে প্রবাসে থেকেও সিলেট বিভাগের মানুষের কল্যাণে অবদান রাখা যায়।