
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ড অন্তর্গত খুরুমখলা গ্রামের যুব সমাজের সম্মিলিত সিদ্ধান্তে ও উপস্থিত সকলের প্রত্যক্ষ ভোটে শাহ খুরুম যুব ঐক্য পরিষদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ জুমা শাহ খুরুম যুব ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ এতে ২০২৫-২০২৭ সেশনের জন্য প্রকৌশলী মো.শাফী চৌধুরীকে সভাপতি ও সৈয়দ সানাউল হক শিবলীকে সাধারণ সম্পাদক করে নিম্নোক্ত কার্যকরী কমিটি গঠন হয়।
কমিটি নিম্নরূপ :
সহ-সভাপতি- মোঃ আল আমীন
সহ-সাধারণ সম্পাদক- শেখ সাজু আহমদ
সাংগঠনিক সম্পাদক- মাও.সামছুল আলম চৌধুরী এলএল.বি
অর্থ সম্পাদক- এডভোকেট গোলাম রসুল চৌধুরী জাবেদ
সহ অর্থ সম্পাদক- বদরুল ইসলাম
আইন ও সমাজকল্যাণ সম্পাদক- বদরুল আলম চৌধুরী এলএল.বি
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- সাজ্জাদুর রহমান সজিব
যুব ও ক্রীড়া সম্পাদক- শেখ শাহান আহমদ
প্রচার ও প্রকাশনা ও দপ্তর সম্পাদক- শাহ মুহিব আহমদ
সহকারী প্রচার ও প্রকাশনা ও দপ্তর সম্পাদক- আবজল আহমদ
সদস্য- মো: সুলতান আহমদ
সদস্য- সৈয়দ জুবায়েল
সদস্য- সৈয়দ ছাব্বির আহমদ
সদস্য- শাকিল আহমদ
সদস্য- ফয়ছল আহমদ।