⏲ রাত ৩:৪০ শুক্রবার
📆 ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬ , ৪ এপ্রিল, ২০২৫
sheikh mujib Mural Moulvibazar

মৌলভীবাজারে গুড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে অবস্থিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ছাত্র জনতার আন্দোলনে গদি ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত বাস্তবায়নের উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সহ তারা সারা দেশে চলমান স্বৈরাচারী পরিবারের অস্থিত্ব বিলিনে এই কর্মসূচি পালন করেছে।

মৌলভীবাজার শহরের বিভিন্ন সরকারি ভবন ও প্রতিষ্ঠানের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালগুলো শিক্ষার্থীদের একটি দল ভেঙে ফেলে। এ সময় তারা প্রতিবাদমূলক স্লোগান দেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখে।

শিক্ষার্থীরা বলেন, “গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না। এদেশে স্বৈরাচার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তাই দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের ম্যুরাল ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হল।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে  সাম্প্রতিক ভাষণ এবং সরকারের নীতির বিরুদ্ধে, দেশের বিভিন্ন প্রান্তে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনাটি সেই অসন্তোষেরই একটি প্রকাশ বলে মনে করা হচ্ছে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ৩:৪০ - (বসন্তকাল)
◘ ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ৫ শাওয়াল, ১৪৪৬ - হিজরী