⏲ রাত ৩:৩৯ শুক্রবার
📆 ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬ , ৪ এপ্রিল, ২০২৫

জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা এরিয়ার সর্বোচ্চ আমানত সংগ্রহকারী’র স্বীকৃতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা ২০২৪ সালে মৌলভীবাজার এরিয়ার সর্বোচ্চ আমানত সংগ্রহকারী শাখা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শ্রীমঙ্গরের একটি রির্সোটে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপ মো: সালাহ উদ্দিন এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্যাংকের সাবেক ডিজিএম মো: আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ ডিজিএম মো: শফিকুল ইসলাম, সিলেট প্রতিনিধি ডিজিএম শুভাশিস চক্রবর্তী, মৌলভীবাজার এরিয়া অফিসের এজিএম তাহমিনা আক্তার ও মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম আক্তার হোসেন প্রমুখ।

জানা যায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলার ১২টি শাখার মধ্যে শ্রীমঙ্গল শাখা ২০২৪ সালে সর্বোচ্চ আমানত সংগ্রহ করে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ৩:৩৯ - (বসন্তকাল)
◘ ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ৫ শাওয়াল, ১৪৪৬ - হিজরী