⏲ রাত ১১:৪৪ শুক্রবার
📆 ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬ , ১৮ এপ্রিল, ২০২৫
Srg BNP

শ্রীমঙ্গলে কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন নিরব, কর্মঠ ও দলের প্রতি অনুগত একজন দেশপ্রেমিক। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই আয়োজন। পাশাপাশি আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী-এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ, আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মোবারক হোসেন। পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুবদল নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়া, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

দোয়া মাহফিল শেষে দরিদ্র ও অসহায় ১৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতার্তদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

বিএনপির নেতারা জানান, আগামী দিনেও দলীয়ভাবে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ১১:৪৪ - (গ্রীষ্মকাল)
◘ ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৯ শাওয়াল, ১৪৪৬ - হিজরী