⏲ রাত ৯:০৯ শুক্রবার
📆 ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬ , ৪ এপ্রিল, ২০২৫
Politics

রাজনীতিবিদদের মর্মপীড়া: মির্জা ফখরুলের অবিশ্বাস ও উপদেষ্টাদের প্রতিক্রিয়া!

মুহুর্ত ডেস্ক: সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অতিকথনের ফলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, “যদি অন্তর্বর্তী সরকার পক্ষপাতমুক্ত থাকতে না পারে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার।”

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে লেখেন, “বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।” তিনি আরও উল্লেখ করেন, “ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে।”

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোন প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও। তবে এটি যেমন পরিষ্কার, তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয়।”

উপদেষ্টাদের এই স্ট্যাটাসগুলো নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এই সমালোচনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “যাঁরা গণতন্ত্র এবং বাস্তবতায় থাকতে চান, তাঁদের মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানো উচিত ছিল। কিন্তু তাঁর সদিচ্ছা নিয়ে, তাঁর উদ্যোগ নিয়ে যে কথা বলা হয়েছে, এটা দুঃখজনক ঘটনা।”

অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ মির্জা ফখরুলের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “অথচ তিনি ভুলে গেলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যা করে দেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে।”

মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি এবং উপদেষ্টাদের ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন, যা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ৯:০৯ - (বসন্তকাল)
◘ ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ৫ শাওয়াল, ১৪৪৬ - হিজরী