⏲ রাত ১১:৪৪ শুক্রবার
📆 ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬ , ১৮ এপ্রিল, ২০২৫
Dram track

শ্রীমঙ্গলে মুল্যবান সিলিকা বালু বোঝাই ২ ট্রাক জব্দ, দুইজন গ্রেপ্তার।

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা সিলিকা বালু যা কাঁচ, সিরামিক, কনস্ট্রাকশন, এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এই বালু  বহনকারী দুটি ড্রাম ট্রাক জব্দ এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভূনবীর ইউনিয়নের আলিশারকুল ভূনবীর চৌমুহনা থেকে মির্জাপুরগামী সড়কে অবৈধভাবে উত্তোলন করা ৮০০ ঘনফুট সিলিকা বালুসহ ২টি ড্রাম ট্রাক জব্দ করে।

আটককৃতরা হলো সিলেটের ওসমানীনগর উপজেলার মনির আলীর ছেলে মোস্তফা মিয়া (৫৫)
ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের জিতু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া।

বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সিলিকা বালু রয়েছে। এটি খুবই দামী বালু হওয়াতে এই বালু উত্তলন অবৈধ, চোর চক্র অবৈধভাবে এই বালু উত্তোলন করে যার কারণে পরিবেশের ক্ষতি হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি মো. আমিনুল ইসলাম) জানান, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি ও হাইল হাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ১১:৪৪ - (গ্রীষ্মকাল)
◘ ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৯ শাওয়াল, ১৪৪৬ - হিজরী