মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি দুর্গম এলাকায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও লন্ডন প্রবাসী সংগঠক মো. রেফুল মিয়া।
শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান রিপন।
অনুষ্ঠানে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি এবং লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. রেফুল মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রেফুল মিয়া ঘোষণা দেন, শীঘ্রই বিদ্যালয়টি পাকাঘরে রূপান্তর করা হবে এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হবে।
উল্লেখ্য, শ্রীমঙ্গলের এই দুর্গম এলাকায় ৩-৪ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় অধিকাংশ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। ২০১৯ সালে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা এর মাধ্যমে রেফুল মিয়ার বিশেষ সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ৬০ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়টি সরকারিকরণের দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪