
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের নিয়ে জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক, শ্রীমঙ্গল-কমলগঞ্জের মাটি ও মানুষের আস্থার প্রতীক মাওলানা শেখ নূরে আলম হামিদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব শ্রীমঙ্গল শহরস্থ ভানুগাছ রোডে অবস্থিত হামিদী ভবনে শ্রীমঙ্গলের বরেণ্য আলেম মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা সোহাইল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ নূরে আলম হামিদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মতিগঞ্জ রাজ্জাকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, জামেয়া ইসলামীয়া সিন্দুরখান বালক-বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শুকুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়াত আলী, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাধবপুর নোয়াগাঁও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ খালেদ, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মাওলানা সালাহ উদ্দীন দুলাল প্রমুখ।
এছাড়াও মাওলানা শফীউল আলম, মাওলানা হিলাল আহমদ, মাওলানা হায়দর আলী, মুফতী আব্দুল মালিক বাহুবলী, মো : ইসমাইল হোসাইন, মাওলানা বিলাল আহমদ, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম, মাওলানা মুশাহিদ আহমদ, ফজলুল হক, মাওলানা জুবায়ের আহমদ জুয়েল, মাওলানা মামুনুর রশীদ মাসুম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সকল দলমতের উর্ধ্বে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম প্রতিনিধি হিসেবে মাওলানা শেখ নূরে আলম হামিদীকে আমরা সংসদে দেখতে চাই। নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে একই কাতারে এসে একজন আলেম প্রতিনিধিকে বিজয়ী করা যেন আমাদের লক্ষ্য হয়। আর সেজন্য আমাদেরকে সর্বসাধারণের কাজে মাওলানা শেখ নূরে আলম হামিদীর দাওয়াত পৌঁছে দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, আমি আপনাদের সন্তান। আমি এম.পি বা মন্ত্রী হওয়ার জন্য আসেনি। আমি একটা কথা বলতে চাই, বিগত বছর আওয়ামী দোসরের শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের হক মেরে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, যা দিবালোকের ন্যায় স্পষ্ট। তারপরও যদি আপনারা এদের মতো কাউকে আপনাদের প্রতিনিধি বানান, তাহলে আপনাদের কপালে দুঃখ ছাড়া কিছুই জোটবে না।
তিনি আরও বলেন, আমাকেই এম.পি বানাতে হবে এমন না, যেকোনো ইসলামী দলের যে কাউকে আমরা প্রার্থী করতে প্রস্তুত। এবং সেই প্রার্থীর জন্য দলমতের উর্ধ্বে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আমাদের ব্যলেট বক্স হবে, একটি। যেখানে আমাদের আমানত পড়বে। আর তাই, আমাদের সবাইকে এক হয়ে মাটে ময়দানে কাজ করতে হবে।
পরিশেষে সভাপতি মাওলানা আব্দুর রউফ এর দু’আর মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।