নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারির সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার চৌমুহনী পয়েন্টস্থ স্বাদে গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি ইয়ামীর আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গণ ও যুব অধিকার পরিষদের নেতারা।
উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ মাহিদুল, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তানিম আহমেদ রুহিন, যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন সহ আরও অনেকেই।
সৌজন্য সাক্ষাতে দেশকে সুন্দর ও সুসংগঠিত তারুণ্য নির্ভর করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নেতারা।