
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে এ কম্বল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর-সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী গণ।
শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র ৬৯০ জন মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।