⏲ সকাল ৭:৫৯ সোমবার
📆 ৮ বৈশাখ, ১৪৩২, ২২ শাওয়াল, ১৪৪৬ , ২১ এপ্রিল, ২০২৫
Sarujis Alom and Snikgdha

গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের অর্থসহায়তার রিপোর্ট প্রকাশ করেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ, এর কার্যক্রম চলছে অত্যন্ত নিবিড়ভাবে। সাধারাণ মানুষের অর্থ-সহায়তায় হাসিনার ফ্যাসিস্ট সরকারে উৎখাত করতে গিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ নাগরিক শহীদ, আহত ও চির-পঙ্গুত্ব বরণ করেছেন। সেই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের অর্থ সহায়তার জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়। যার সিইও হচ্ছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।

আজ সংবাদ সম্মেলন করে  ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ: শুরুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও স্নিগ্ধ রিপোর্ট প্রকাশ করেন তিনি বলেন সেপ্টেম্বরের ১৮ তারিখে ফাউন্ডেশনের প্রথম এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরিস্থিতি বুঝে ১ অক্টোবর ২০২৪ তারিখে প্রথম ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১ লক্ষ টাকা  সহযোগিতা প্রদান করা হয়। অফিসের পূর্ণ কার্যক্রম চালু হতে ১৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

বর্তমানে ফাউন্ডেশনটির ব্যাংক অ্যাকাউন্টে ১০৯ কোটি ২০ লক্ষ ২৩ হাজার ৫ টাকা জমা রয়েছে। এরই মধ্যে ৪৭ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার ৭২৯ টাকা খরচ করে ২০২৯ পরিবারের সহায়তা করা হয়েছে, যেখানে ৬২৮ জন শহীদ পরিবার এবং ১৬০১ জন আহত পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। ফাউন্ডেশনের কাছে রয়েছে ৬১ কোটি টাকা। ফাউন্ডেশনটি শহীদদের তালিকায় ৮২৬ জনের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে, বাকি ১৯৮ পরিবারকে সহায়তা প্রদান করতে বাকি আছে।

এরপর সারজিস আলম বলেন এযাবৎকালে ফাউন্ডেশনের কার্যক্রমে কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে। আহতদের তালিকা যাচাইয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার থেকে তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু মেডিকেল ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকেই অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু সময়ের জন্য বাধা সৃষ্টি হয়েছে। আগের মাসে আহতের সংখ্যা ২৪,০০০ থেকে প্রায় ১১৩০৬ এ নিম্নমুখী হয়েছে, যা সঠিক যাচাই এবং তথ্য নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা বোঝায়।

ফাউন্ডেশনটি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থানীয়ভাবে কিছু আহত ব্যক্তি সঠিক প্রমাণপত্র নিয়ে আসেননি, ফলে তাদের সাহায্য প্রদান করা সম্ভব হচ্ছে না। জরুরী চিকিত্সার প্রমাণপত্রসহ, ফাউন্ডেশনের প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহ করা আবশ্যক।

এছাড়া, আহতদের মধ্যে বেশ কিছু পরিবারে অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে। অনেক সময় শহীদ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে সহায়তা নিতে পারছেন না, যা এ কাজে বাধার সৃষ্টি করছে। নতুন প্রক্রিয়া চালু করে ফাউন্ডেশনটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও কার্যকরী ভূমিকা পালন করবে।

এখন আমাদের দিকে মনোযোগ দিয়েছেন, তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এবং আহতদের সহায়তার জন্য ১ লক্ষ টাকার পরিবর্তে শীঘ্রই ৩ লক্ষ টাকায় সহায়তা দেওয়া হবে। পূর্বে ৫০,০০০ টাকা দেওয়া হলেও, সবার জন্য সমান উপকারী সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ১ লক্ষ টাকায় বাড়ানো হয়েছে।

উন্নত সুবিধা ও কর্মসংস্থান ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে ফাউন্ডেশনটি দ্রুত কার্যক্রম গ্রহণ করছে। সারা দেশে শহীদদের পরিবার এবং আহতদের জন্য এ ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হবে, যা প্রতিষ্ঠানটিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।

বর্তমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যা সরকারের পক্ষ থেকেও সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সমাজের অবহেলিত অংশকে নিয়ে সামনে আসবে তা নিশ্চিত।

এভাবে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্ভবত নেতৃত্ব দিবে আগামী দিনের জন্য নতুন দিগন্ত উন্মোচনে।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ৭:৫৯ - (গ্রীষ্মকাল)
◘ ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ২২ শাওয়াল, ১৪৪৬ - হিজরী