
মুহুর্ত অনলাইন ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ জানিয়েছেন যে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন যেন সবাই এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে রাজপথে নামেন।
গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। হান্নান উল্লেখ করেন, জুলাই প্রক্লেইমেশন (ঘোষণাপত্র) কীভাবে দেয়া হবে, তা মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে জানিয়ে দেয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি নানা চক্রান্তের খবর থাকলেও সেটিতে পেরেক ঠুকেছে সরকার এবং তারা এখন এই ঘোষণাপত্রকে স্বীকৃতি দেবেন।
এই কর্মসূচি নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতুহল এবং উত্তেজনা। সবাই অপেক্ষায় আছেন কালকের দিনের।