মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূনবীর পশ্চিমপাড়া এলাকায় শায়খ ক্বারী মোঃ এনামুল হক রহ. ও এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে শনিবার (২১ডিসেম্বর) মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মতিগঞ্জ রাজ্জাকিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল গফুর ও ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব শায়খ মাওলানা মোঃ তুরাব আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা শেখ নূরে আলম হামিদী।
বিশেষ অতিথি মাধবপুর নোয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ, দারুল উলুম টাইটেল মাদরাসার মৌলভীবাজার এর মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম, আনওয়ারা বেগম মহিলা টাইটেল মাদরাসা মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, জামেয়া ইসলামিয়া জুড়ী ও দারুল উলুম মারকাজুল হুদা শাসন এর মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক, দক্ষিণভাগ মুহাম্মাদিয়া টাইটেল মাদরাসা বড়লেখার মুহাদ্দিস হাফেজ মাওলানা শামছুল হক ইবনে সিরাজ, আজমনি জামে মসজিদ মৌলভীবাজারের ইমাম ও খতীব মাওলানা জুবায়ের আহমদ ও ক্লোনেল চা বাগান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ক্বারী এনামুল হক রহ. এর সুযোগ্য সন্তান লুৎফুল হক লোকমান, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা আহমদ যবায়ের গিয়াসনগরী, মাওলানা হুছাইন আহমদ খালেদ মাধবপুরী ও সাংবাদিক মোঃ ইদ্রিস আলী প্রমুখ।
ভূনবীর বায়তুস সালাম পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় ও ক্বারী এনামুল হক রহ. এর সুযোগ্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য মাওলানা ক্বারী শামছুল হকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে বেলা ২ ঘটিকা থেকে শুরু হয়ে অর্ধরাত্র পর্যন্ত চলে এ সম্মেলন। এ সময় দূরদূরান্ত থেকে আগত ইসলামপ্রিয় তাওহীদি জনতার উপচে পড়া ভীড় দেখা যায়। উপস্থিত সকলেই মাহফিল প্রতি বছর চলমান রাখার দাবী জানিয়েছেন।
মাহফিলে বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে মানব জীবন গঠনের গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় ইত্যাদি বিষয়ে সারগর্ভ আলোচনা পেশ করেন।
রাত ১২ ঘটিকায় মাধবপুর নোয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ এর আখেরি মোনাজাতে ইসলামী মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।
মুআমু/