মৌলভীবাজারে ৪র্থ বারের মত অনুষ্ঠিত হলো থাষ্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে ৪র্থ বারের মত অনুষ্ঠিত হয়েছে জেলার সবচেয়ে বড় থাষ্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষা ২০২৪। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা ক্লাস ৪র্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩ হাজার ৮শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও বিরুপ আবহাওয়ার মধ্যে প্রায় ৩ হাজার ৭শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত রোভার স্কাউট, বিএনসিসি, শিক্ষার্থী ও থাষ্ট ফর নলেজসহ বিভিন্ন সংগঠনের প্রায় শতাধীক সেচ্ছাসেবক, পরক্ষিা কেন্দ্রে প্রায় ৮০ শিক্ষক দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সরকারী কলেজের অধ্যক্ষ মো: মনছুর আলমগীর, শিক্ষক প্রফেসর শরীফুল ইসলাম, দৈনিক বাংলার দিন প্রত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমেদ, জেলা বারের জিপি মো: মামুনুর রশিদ মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বকসী জুবায়ের আহমদ, থাষ্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ উর রহমান, সেক্রেটারী ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ বশির আহমদ, সহসম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, তত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, কাশেম আহমদ, মোরশেদ আহমদ, সোহেল কবীর, শামীম আহমদ ও রাহিন আহমদসহ অনেকই উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন: মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন ভবনে শিক্ষার্থরা পরীক্ষা দিচ্ছে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪