মৌলভীবাজার প্রতিনিধি:
জুমআর সুন্নত নামাজরত অবস্থায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে আজ (২০ ডিসেম্বর) বশির মিয়া নামের ষাট বছরের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
মৃত বশির মিয়ার ফুফাত ভাই মো. ইব্রাহিম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে যান বশীর মিয়া। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ ঢলে পড়েন। সাথে সাথে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই অনেক ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বশির মিয়া অত্যন্ত মহৎ মানুষ ছিল। আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তবে তার মাঝে ভরপুর ছিল সততা, ন্যায়-নীতি ও ধার্মিকতা। ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, প্রতিবাদি। পাঁচ ওয়াক্ত জামাতে নামাজে আদায় কোনো গাফিলতি ছিল না। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
মুআমু/
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪