বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল
টানা প্রায় ১৭ বছর নিপীড়র নির্যাতনে কোনঠাসা থাকার পর মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মাঝে উৎসবের বিরাজ করছে আমেজ। জেলাসহ বিভিন্ন উপজেলায় ন্যায় শ্রীমঙ্গলেও জামায়াতের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা। প্রতিদিনই নেতাকর্মীরা উপজেলা থেকে প্রত্যান্ত ইউনিয়ন পর্যন্ত সভা সমাবেশ, মতবিনিময়। দলমত নির্বিশে সর্বস্তরের মানুষদের দিচ্ছেন দাওয়াত বা দাওয়াতি কার্যক্রম।
সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার বাদ মাগরিব শ্রীমঙ্গলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যাগে শহরের কাচারী জামে মসজিদের সামনে থেকে একটি প্রচারণা মিছিল বের করে হবিগঞ্জ সড়ক ও স্টেশন সড়ক হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে সমাপ্তি হয়।
এছাড়াও বৃহস্পতিবার সন্ধায় সম্মেলনকে সফল করতে এবং যাবতীয় প্রস্তুতির বিষয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের জেলা সদরে একটি অভিজাত রেষ্ট্ররেন্টেু জামায়াতে পক্ষ থেকে একটি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান এই প্রথম দলীয় সমাবেশে নিজ জেলায় আসবেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। তাই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে জামায়াতের কোনো কর্মী সম্মেলনে আমীরে জামায়াত অংশ গ্রহন করেন-নি এ জেলায়। প্রথমবারের মতো এ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে উপলক্ষ্য করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে জেলাজুড়ে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রমে চালিয়ে যাচ্ছেন উৎফুল্ল উজ্জীবিত নেতাকর্মীরা।
তিনি আরো জানান, সম্মেলন উপলক্ষে মাঠের প্যান্ডেলের বাহিরে শহরজুড়ে চলছে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। সম্মেলনকে সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করে নানা দিকনির্দেশনা দিয়েছেন জেলার নেতৃবৃন্দকে।
তাদের ধারণা ৫০ হাজার লোক সমাগমের টার্গেট নিয়ে জেলার সবগুলো উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা গেছে।
আগামী ২১শে ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন।
সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।