মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক:
ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. হাসান আহমদের সঞ্চালনায় এবং পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহসভাপতি মাওলানা জয়নুল হক, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহবায়ক মুফতি জামিল আহমদ কাসেমী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম সহ প্রমূখ।
সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হাফিয ফাহিম আহমদকে সভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিয ছালিকুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সেশনের
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪