⏲ রাত ১২:৪৯ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্যুরিস্ট পুলিশের আয়োজনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ও  লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম চৌধুরী,  মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিল্মা ফতমি, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু,  সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, দৈনিক অবজারভার প্রতিনিধি সালাউদ্দিন শুভ, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, যায়যায়দিন শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুমন, দি এশিয়ান এইজ প্রতিনধি মো. মোনায়েম খান, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সোমেনসহ আরো অনেকে।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -রাত ১২:৪৯ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী