মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক:
ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরেণ্য লেখক, গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সভাপতিত্বে সম্মেলনে তিলাওয়াত করবেন তানযানিয়া থেকে আগত শায়খ ক্বারী ঈদী শাবান, মিশর থেকে আগত শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, শায়খ ক্বারী আহমেদ হিজা-আফ্রিকা, বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শায়খ আব্বাস উদ্দীন ও ক্বারী জিয়াউল হক নাসেহ।
নাশিদ পরিবেশন করবেন, দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এবং আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরামের সদস্যরা।
সিলেটের কবি মীম সুফিয়ান ও মৌলভীবাজারের শাহ মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করতে বিদেশী মেহমানরা ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছেন। সম্মেলনের বিশাল পেন্ডাল-স্টেজসহ সবধরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অনুষ্ঠানটি সফল করতে তিনি দেশ-বিদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া, উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪