মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমি বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌরসভাস্থ শাপলাবাগ এলাকার রেললাইন সংলগ্ন ছত্তার মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত নারীর হেফাজত থেকে একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত মোট ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত নারী সুমি বেগম ছত্তার মিয়ার কলোনীতে তার স্বামী রিপন মিয়ার সাথে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ছয়ত্রিশ গ্রামে।
এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪