বিশেষ প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।
‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।
দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন,সহসভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান ও সনাকের সহসভাপতি গীতা গোস্বামী।
এছাড়াও অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংগ্রহণ করেন দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিষ্ঠান আইডিয়ার প্রতিনিধি তামান্না আহমেদ ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আবু ইউসুফ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাই ডন, শ্রীমঙ্গলের বিশিষ্ট চা কর সিরাজুল ইসলাম, দুপ্রকে সহ-সভাপতি জয়শ্রী চৌধুরী, সদস্য এস এ হামিদ, দিল আফরোজ, সনাকের সহসভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য শিক্ষক মোঃ রহমত আলী, রহিমা বেগম, সোহেল মাহমুদ, রিনা মজুমদার, কাজি আসমা, হুমায়ুন কবির রিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ, সনাক, ইয়েস ও এসিজিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।