মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে কমলগঞ্জ উপজেলা শাখা গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব মুন্সিবাজার দারুল হাদিস মাদরাসার মিলনায়তনে মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় ও সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মুহতারাম জুবের আহমদ ও মাওলানা হোসাইন আহমদ খালেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে হাফিজ মোশতাক আহমদকে সভাপতি, মাওলানা ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজকে সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১জন সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহসভাপতি মাওলানা মাশহুদ আহমদ, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা জুনাঈদ আহমদ, মাওলানা আবুল হোসাইন উবায়দুহ, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা সিহাবুদ্দীন, মাওলানা আনিসুল ইসলাম চৌধুরী শাকের, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সহঅর্থ সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, রাফিউল আলম তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা আহমদ তারেক খান, প্রচার সম্পাদক মাওলানা মুহিবুল আমিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোজাহিদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মাওলানা আলামীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ফাহিম বিন মাসুক, সহদাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর খান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল কালাম, সহসমাজকল্যাণ সম্পাদক সালমান শমসের।
নির্বাহী সদস্য মাওলানা নুরুল ইসলাম, হাফিজ সামাউন খান, সাহিদ আহমদ তালুকদার, মুফতি সাব্বির আহমদ, মাওলানা এহতেশাম চৌধুরী, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ মাজহারুল ইসলাম মুর্শেদ, হাফেজ আহমেদ জুনেদ, মো: জাকির হোসেন, মো: তাজুল ইসলাম, মাওলানা ওলী বিন ইউসুফ, মো: খালেদ সাইফুল্লাহ তুহিন, হাফেজ ইসমাঈল, মাওলানা ইয়ামুস আহমদ, মাহফুজ মাহিন, মুবিন আহমদ।