মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলার আওতাধীন শরীফপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাখা সভাপতি কারী আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার দাওয়া ও প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ জুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাজি আকমল হুসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখলাকুর রহমান, কুলাউড়া উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী শরিফুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুলাউড়া থানা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন শাখার দায়িত্বশীল হাফিজ মাওলানা রুহুল আমিন ও সাইফ আহমদ সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও তার দোসরা এখনো অবলীলায় দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। দ্রুত সময়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ইসলামী হুকুম কায়েমে ইসলামী দলগুলোর একতা থাকার বিকল্প কিছু নেই। মুসলমানরা একে অপরের ভাই। সুতরাং, একসাথে একই কাতারে থেকে নির্বাচনরে দিকে এগিয়ে যেতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে শহরে গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় ইসলামী দলগুলোর একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪