⏲ রাত ১২:২৮ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

আবদুর রউফ আশরাফ, বিশেষ প্রতিনিধি:

বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউপির আমীরপুর গ্রামে আল-বারাকাহ মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) আল-বারাকাহ মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তরস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসরুরুল হক, উমেদনগর জামিয়ার প্রবীণ মুহাদ্দিস মুফতি আব্দুল কাইয়ুম, নির্মাণাধীন আল বারাকাহ মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল শায়খ মাওলানা গাজী নাসির উদ্দীন আল-হাদী, ৯নং পুকড়া ইউপির চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, হাফেজ আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল আহাদ,মুফতি ওলীউর রহমান, মাওলানা খালেদ আহমদ সুরুজ আলী মেম্বারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -রাত ১২:২৮ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী