⏲ রাত ১২:১৯ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর মামরকপুর জামেয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার দপ্তরি মুহিবুর রহমান (২০) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর মাদরাসায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাদরাসার দ্বিতীয় তলার ছাদে অসতর্কতায় বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন মুহিব। ঘটনার পর তারা ছাদে গিয়ে দেখেন নিথর দেহ পড়ে আছে মুহিবুরের। পরে কর্তৃপক্ষ থানায় ফোন করে ঘটনাটি জানান।

নিহত মুহিবুর রহমান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট প্রথাপি গ্রামের আব্দুল মতিনের পুত্র।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরাসার ছাদের উপরে মেইন লাইনটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুহিব।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -রাত ১২:১৯ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী